Haosen guan
Zahid hasan group princeton!
Princeton physics program
এম. জাহিদ হাসান
এম. জাহিদ হাসান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক।[১] তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রগুলি হল কোয়ান্টাম পদার্থবিজ্ঞান ও কোয়ান্টাম স্থানিকবৃত্ত (টপোলজি)।[২]
জীবনী
[সম্পাদনা]জাহিদ হাসান বাংলাদেশের ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। ৫ বারের নির্বাচিত সাংসদ এডভোকেট রহমত আলী ও গৃহিণী নাদিরা বেগমের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে জাহিদ সবার বড়। তার বোন রুমানা আলী ১৪ নং সংরক্ষিত মহিলা আসনের একজন সাংসদ।[১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] তিনি ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে ১৯৮৬ সালে মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় ও ঢাকা কলেজ থেকে ১৯৮৮ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। নোবেল পুরস্কার বিজয়ী তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী স্টিভেন ওয়াইনবার্গের সঙ্গে কাজ করার সুযোগ নিতে এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন ও সেখানকার ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে উচ্চশিক্ষা ও স্নাতক উপাধি লাভ করেন।[৩] তিনি ২০০২