weblomo.pages.dev


Haosen guan

          Zahid hasan group princeton!

          Princeton physics program

        1. Princeton physics program
        2. Zahid hasan linkedin
        3. Zahid hasan group princeton
        4. Shinsei ryu
        5. M. zahid hasan google scholar
        6. এম. জাহিদ হাসান

          এম. জাহিদ হাসান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক।[১] তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রগুলি হল কোয়ান্টাম পদার্থবিজ্ঞান ও কোয়ান্টাম স্থানিকবৃত্ত (টপোলজি)।[২]

          জীবনী

          [সম্পাদনা]

          জাহিদ হাসান বাংলাদেশের ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। ৫ বারের নির্বাচিত সাংসদ এডভোকেট রহমত আলী ও গৃহিণী নাদিরা বেগমের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে জাহিদ সবার বড়। তার বোন রুমানা আলী ১৪ নং সংরক্ষিত মহিলা আসনের একজন সাংসদ।[১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] তিনি ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে ১৯৮৬ সালে মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় ও ঢাকা কলেজ থেকে ১৯৮৮ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। নোবেল পুরস্কার বিজয়ী তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী স্টিভেন ওয়াইনবার্গের সঙ্গে কাজ করার সুযোগ নিতে এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন ও সেখানকার ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে উচ্চশিক্ষা ও স্নাতক উপাধি লাভ করেন।[৩] তিনি ২০০২